Monday, October 29, 2018

,

এ টি এম কার্ডের অথবা ডেবিট কার্ডের এই তথ্য গুলো কখনো শেয়ার করবেন না- বিস্তারিত জানুন

এ টি এম কার্ড অথবা ডেবিট কার্ড এখন প্রায় সকলের কাছেই আছে। বর্তমানে ডেবিট কার্ডের ব্যবহার সবাই বেশি করেন। এমনকি ব্যাঙ্ক এখন ডেবিট কার্ডই ইস্যু করে। এ টি এম কার্ড হল একটি প্লাস্টিকের তৈরি পেমেন্ট কার্ড। যার সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে এবং এই কার্ডটি শুধুমাত্র এ টি এম মেশিনে টাকা তোলার জন্য ব্যবহার করতে পারেন।
ডেবিট কার্ড হল একটি প্লাস্টিকের তৈরি পেমেন্ট কার্ড। যার সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। এই কার্ডটি এ টি এম মেশিন থেকে টাকা জমা,তোলা এবং অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করতে পারেন। বর্তমানে ব্যাঙ্ক সকলকে ডেবিট কার্ড দিয়ে থাকেন। ডেবিট কার্ড তিন ধরনের হয় ১) Visa ২) MasterCard ৩) RuPay । 

১) Visa ও ২) MasterCard
Visa, MasterCard  দুটি ভারতের বাইরের কোম্পানির এবং এই কার্ড দুটি ভারতের বাইরে লেনদেনের জন্য ব্যবহার করা যাবে। এই কার্ড দুটির ক্ষেত্রে ইস্যু এবং লেনদেনের মূল্য অনেক বেশি।

৩) RuPay
Rupay কার্ডটি ভারতের কোম্পানির হওয়ার জন্য ইস্যু এবং লেনদেনের মূল্য অনেক কম দিতে হয়। এই কার্ডটি ভারতের বাইরের ব্যবহার করা যাবে না। বিশেষ Rupay কার্ড পাওয়া যায়, যেগুলো ভারতের বাইরে ব্যবহার করতে পারেন।

Online Transaction

ডেবিট কার্ডের মধ্যে থাকা বিভিন্ন তথ্য:

i) ডেবিট কার্ডের সামনের দিকের তথ্য গুলি হল-


উপরের ছবিতে নম্বর অনুসারে তথ্য গুলো দেওয়া হল-
১) ব্যাঙ্কের লোগো(Bank Logo)
২) ই এম ভি চিপ (EMV chip), এই চিপটি থাকতেও পারে আবার নাও পারে। এটি ব্যাঙ্কের উপর নির্ভর করে।
৩) হলোগ্রাম (Hologram),  অনেক কার্ডের ক্ষেত্রে এটি পেছনে থাকে।
৪) কার্ড নম্বর (Card Number),১৬  সংখ্যার হয়, শেষের চারটি সংখ্যা একক হয়।
৫) কার্ড কোম্পানির লোগো ( Card brand logo)।
৬) কার্ডের বৈধতা (Expiration date)।
৭) কার্ডধারীর নাম (Cardholder's name)।

ii) ডেবিট কার্ডের পেছনের দিকের তথ্য গুলি হল-

Debit Card

উপরের ছবিতে দেওয়া নম্বর অনুসারে তথ্য গুলো দেওয়া হল-
১) চুম্বকের পটি ( Magnetic stripe)
২) স্বাক্ষর (Signature)।
৩) সি ভি সি নম্বর ( CVC Number  - Card Verification Code ) , এটি কার্ডের সিকিউরিটি কোড হিসেবে ব্যবহার করা হয়।
ডেবিট কার্ডের সিকিউরিটি কোড হিসেবে আরও চারটি গোপন নম্বর দেওয়া হয়। এই কোড নম্বর  এ টি এম থেকে টাকা লেনদেনের সময় ব্যবহার করা হয়।




কিছু সতর্কতা

১। এ টি এম থেকে টাকা লেনদেনের জন্য গোপন চারটি নম্বর লাগে এবং এই গোপন নম্বর কখনো কোনো ব্যক্তিকে বলবেন না।

২। অনলাইন লেনদেনের ক্ষেত্রে   Card no , CVC no,  Expiration date, Cardholder's name, OTP or PIN code প্রয়োজন হয়। OTP ( One Time Password ) হল এক মুহুর্তের জন্য গোপন নম্বর। এটি অনলাইন লেনদেনের সময় আপনার ব্যাঙ্কের সঙ্গে যুক্ত রাখা মোবাইল নাম্বারে আসে। এই কোডটির বৈধতা কিছু সময়ের জন্যই থাকে। এই কোডটি কখনো কোনো অজানা ব্যাক্তিকে বলবেন না।

৩। অনেক অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনার গোপন চারটি নম্বরের সাহায্যে হয়ে যায় কিন্তু আপনার মোবাইল নাম্বারে কোনো কোড আসবে না। তাই গোপন নম্বর শেয়ার করবেন না।

৪। বিভিন্ন ব্যক্তি ব্যাঙ্কের নাম অথবা বিভিন্ন কোম্পানির নামে ফোন করে আপনার কাছ থেকে কার্ডের বিভিন্ন তথ্য নেবে এবং এরপর আপনার গোপন নম্বর অথবা আপনার মোবাইল ফোনে আসা OTP নম্বর জিজ্ঞাসা করে আপনার ব্যাঙ্কের টাকা চুরি করে নিতে পারে। গ্রামের অনেকেই এই ব্যাপারে কিছুই জানেন না। তাই গ্রামে এমন চুরির ঘটনা বেশি ঘটে। তাই  আপনার কার্ডের তথ্য অজানা ব্যাক্তিকে বলবেন না, এমনকি ব্যাঙ্ক এতো কিছু তথ্য আপনার কাছে জানতে চাই না। 
নিজে সতর্ক থাকুন এবং সকলকে সতর্ক করুণ।

Thursday, October 11, 2018

,

প্রায় দুই সপ্তাহ আগে থেকেই মনসামাতার মন্দিরে প্রস্তুত করা হয় প্রতিমা


এই বছর সীতাপুর ও নবীনমানুয়া গ্রামে মনসা পূজো শুরু হবে ৩০শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৭ই অক্টোবর ২০১৮ ) বুধবার থেকে। কিন্তু প্রতিমা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় ৮ই অক্টোবর। গত কয়েক বছরের কথা আলোচনা করলে প্রতিমা নির্মাণের কাজ শেষ করা হত পূজোর দিন সকালে এবং মনসা পূজোর ঘট ডুবনো হয় রাত্রিতে।

Manasa Idol at Sitapur


এই বছর প্রতিমা নির্মাণের কাজ তারাতারি শেষ করা হয়েছে কারণ দূর্গাপূজো মনসা পূজোর দুই দিন আগে থেকেই শুরু হবে। দূর্গাপূজো শুরু হবে ২৮শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৫ই অক্টোবর ২০১৮ ) সোমবার থেকে। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, তাই চারাদিকে এই পূজো হয়ে থাকে। এই বছর প্রতিমা নির্মাণকারী শিল্পীদের কাছে একটা প্রতিযোগিতা সৃষ্টি করেছে। তাই শিল্পীরা আগে থেকেই সম্পূর্ণ করেছে মনসা প্রতিমা।

Manasa Idol at Nabin Manua


তবে মন্দিরের মধ্যে প্রতিমা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিমার মূর্তি উন্মোচিত হওয়ার পর ভক্তরা প্রতিমা দেখতে পাবেন। সীতাপুর মনসাতলায় নির্মাণের কাজ শেষ হলেও নবীনমানুয়া মনসাতলায় এখনো নির্মাণের কাজ চলছে। তবে দুর্গা পূজোর পূর্বেই সম্পূর্ণরূপে মনসামাতা মন্দিরে প্রবেশ করবেন এবং পূজোর দিন থেকেই ভক্তরা প্রতিমা দেখতে পাবেন।

Saturday, October 6, 2018

,
চারিদিকে পূজো পূজো আমেজ। মাঠের ধারে কাশ ফুলের দোলা, শরতের মেঘের খেলা জানিয়ে দিচ্ছে আসছে পূজো। আর সীতাপুরে এই বছরের পূজো মানে দূর্গাপূজা ও মনসা পূজো। অর্থাৎ এই বছর দুর্গাপূজা ও মনসাপূজা একই সঙ্গে হতে চলেছে। মহাষ্টমীর সন্ধ্যায় শুরু হবে মনসা পূজা। আর এই পূজো মানে অঞ্জলী, ঘুরাঘুরি, খাওয়া দাওয়া আর অনুষ্ঠান। বর্তমানে গ্রামের পূজোতে নানান অনুষ্ঠান হয়ে থাকে।  অনুষ্ঠানে ফ্লিম আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট উপস্থিত না থাকলে দর্শকদের ভীড় লক্ষ্য করা যায় না।
Serial


দর্শকদের কথা মনে রেখে সীতাপুর মিলন সংঘের পরিচালনায় মনসা পূজো উপলক্ষে সীতাপুর মনসাতলায় ২রা কার্ত্তিক ১৪২৫ (ইং- ২০শে অক্টোবর ২০১৮ ) শনিবার এক বিচিত্রানুষ্ঠানে উপস্থিত থাকবে হাসির রাজা উত্তম দাস এবং স্টার জলসার খোকাবাবু সিরিয়ালের মিস তরী। একই তারিখে নেতাজী তরুণ সংঘ গ্রামবাসীবৃন্দের পরিচালনায় দুর্গাপূজা উপলক্ষে সীতারাম চকের ময়দানে এক বিচিত্রানুষ্ঠানে উপস্থিত থাকবে জি বাংলা সিরিয়ালের সেরা নায়িকা জয়ী এবং স্টার জলসা খ্যাত ভজ গোবিন্দ। সীতাপুর মনসাতালায় অনুষ্ঠান শুরু হবে রাত্রি ১০ ঘটিকায় কিন্তু সীতারাম চকে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৮টায়।

সীতাপুর মনসাতলা ও সীতারাম চকের মধ্যে ২.৫ কিমি দূরত্ব হলেও  একই তারিখে অনুষ্ঠান হওয়ার জন্য দর্শকদের ভীড়ের তারতম্য লক্ষ্য করা যাবে। উভয় স্থানেই দর্শকদের ভীড় লক্ষ্য করা যাতে পারে কারণ ঐ তারিখে অনেক স্থানেই দুর্গা পূজা শেষ হয়ে যাবে। দশমীর পরের দিন এই অনুষ্ঠানের জন্য দুই স্থানে দর্শকদের ভীড় হবে বলে মনে করছেন অনেকেই।

Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...