Saturday, December 22, 2018

,

বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব ২০১৮
পরিচালনায়: "সৃষ্টি"
রেজিষ্ট্রেশন- S/2L/26640
(ত্রয়োদশ তম বর্ষ)
নবীনমানুয়া : : সীতাপুর : : পশ্চিম মেদিনীপুর
স্থান: নবীনমানুয়া ঈশ্বরচন্দ্র হাই স্কুল ময়দান
তারিখ: ২৮শে ডিসেম্বর হইতে ৩১শে ডিসেম্বর


Sristi


* * * * :: অনুষ্ঠান সূচী :: * * * *

 ২৮শে ডিসেম্বর ২০১৮ শুক্রবার: 

সকাল ৭টায়: 'সম্প্রীতি দৌড়'। 

দুপুর ১১টায় : সেমিনার আমন্ত্রণ মূলক বিষয়- " হাতে কলমে বিজ্ঞান"
উপস্থাপনায়- অনুরণন সায়েন্স সোসাইটি কোলকাতা শ্রেয়ম জানা ও শ্রী বিনয় দাস। এবং 
১৫টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাতে হাতে দূরবীন তৈরীর কর্মশালা। 
প্রশিক্ষক- ড. রমেন্দ্র লাল মুখার্জী, শৈবাল মিত্র ও শান্তনু বিদ্। 
কর্মশালা শেষে ১০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে দূরবীন তুলে দেওয়া হবে।

সন্ধ্যা ৫টায় : উদ্বোধনী অনুষ্ঠান ও সংবর্ধনা সভা।
উদ্বোধক- প্রফেসর ড. সন্দীপ কুমার চক্রবর্তী- ডিরেক্টর, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, কলকাতা। 
এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন জগতের দিকপাল ব্যক্তিবর্গ।

সন্ধ্যা ৫.৩০টায় : অজানা জ্ঞানের সন্ধানে " স্লাইড শো", বিষয় - মহাবিশ্বের সৃষ্টি রহস্য।
উপস্থাপক- ড. নরেন্দ্র নাথ পাত্র- আই.আই.এস.সি, বেঙ্গালুরু।

সন্ধ্যা ৬টায়: জি বাংলার এ্যাট্রাকসন ড্যান্সট্রুপ সহযোগে নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।
পরিবেশনায়- ডায়মন্ড অর্কেষ্ট্রা।
উপস্থিত থাকবেন জি বাংলার জয়ী সিরিয়ালের অভিনেত্রী তোর্ষা।

 ২৯শে ডিসেম্বর ২০১৮ শনিবার: 

সন্ধ্যা ৫টায়: ভালো করে চেয়ে দেখ, দেখতো চিনতে পারো কিনার "স্লাইড শো"।
উপস্থাপক - প্রশান্ত নায়ক - সিনিয়র স্কলার আই.আই.এ, বেঙ্গালুরু।

সন্ধ্যা ৬টায়: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সহযোগীতায় নাটক " বিদ্যাসাগর"।

সন্ধ্যা ৬-১১টা: দূরবীনের সাহায্যে সরাসরি রাতের আকাশ পর্যবেক্ষণ।
পর্যবেক্ষক: বিশ্বজিৎ বসু - সেন্টার ফর ওবজারভেশনাল অ্যাষ্ট্রোনবি, কলকাতা।

সন্ধ্যা ৭টায় : নৃত্যানুষ্ঠান ও গান।
  উপস্থাপনায়- সুর স্বপ্ন মিউজিক্যাল ডান্স ট্রুপ।

০শে ডিসেম্বর ২০১৮ রবিবার : 

সকাল ১০টায়: রক্তদান শিবির।

দুপুর ৪টায় : ক্যুইজ প্রতিযোগিতা।

সন্ধ্যা ৬টায় : "দিদি নং ১ ", উপস্থাপনায় -ক্যুইজ জোন দাসপুর। 


রাত্রি ৮টায়: নৃত্যানুষ্ঠান ও নৃত্যনাট্য " ভানুসিংহের পদাবলী", উপস্থাপনায়- আঙ্গিক।


 ৩১শে ডিসেম্বর ২০১৮ সোমবার : 

দুপুর ২টায় : জৈব কৃষি সেমিনার ।
উপস্থাপনায় - ড.কাঞ্চন ভৌমিক , ডঃ সুমিত রায় ও সুকেশ মন্ডল।

বিকাল ৪টায়: সমাপ্তি অনুষ্ঠান।

সন্ধ্যা ৫:৩০টায় : সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায়- নবীনমানুয়া ঈশ্বরচন্দ্র হাই স্কুল।

সন্ধ্যা ৬.৩০ টায়: "স্লাইড শো", বিষয় - প্লাস্টিক দূষণ,
উপস্থাপনায়- সুব্রত বুড়াই - প্রধান শিক্ষক, গোমকপতা গুনধর বিদ্যামন্দির।

সন্ধ্যা ৭.৩০টায় : একক সংঙ্গীত - রিমি মাইতি।

রাত্রি ৮.৩০টায় : সাঁওতালী গান ও সাঁওতালী নৃত্য, রায়বেশে নৃত্য
উপস্থাপনায়- কাননডিহি উত্তরণ।


রাত ১২টায় : উৎসবের সর্বশেষ আকর্ষন মোমবাতি প্রজ্জ্বলন ও আতসবাজী প্রদর্শনীর মাধ্যমে "২০১৯ বর্ষবরণ"।




* * * * :: প্রতিযোগিতার দিনলিপি :: * * * *


 ২৮শে ডিসেম্বর ২০১৮ শুক্রবার: 

সকাল ১০টায় : সম্প্রীতি দৌড় (১২ বৎসরের উর্দ্ধে) কেবল মাত্র পুরুষ বিভাগ।
স্থান- পলাশপাই সিনেমা মোড় হইতে নবীনমানুয়া ঈশ্বরচন্দ্র হাই স্কুল পর্যন্ত।
বিকেল ৩টায় : বসে আঁকো প্রতিযোগিতা।
বিষয় :
  •  'ক-বিভাগ' - যে কোনো প্রাকৃতিক দৃশ্য।
  • 'খ-বিভাগ'- শব্দ দৃশনের ভয়াবহতা।


 ২৯শে ডিসেম্বর ২০১৮ শনিবার: 


সকাল ৯টায় : ছান্দিক আবৃত্তি প্রতিযোগিতা, (সময় ৫মিনিট)।

  • ক-বিভাগ: বিষয় যে কোনো শিশু উপযোগী কবিতা।
  • খ- বিভাগ : পছন্দসই।

দুপুর ৩টায়: 'পায়ের তালে নৃত্য প্রতিযোগিতা।

  • ক-বিভাগ: যে কোন রুচিশীল নৃত্য।
  • খ-বিভাগ: যে কোন রবীন্দ্র নৃত্য।

০শে ডিসেম্বর ২০১৮ রবিবার : 

সকাল ১০টায় : 'সুরের খেয়ায় সঙ্গীত প্রতিযোগিতা'।
  • ক-বিভাগ: যে কোন রবীন্দ্র সঙ্গীত।
  • খ-বিভাগ: যে কোন নজরুল গীতি।
 ৩১শে ডিসেম্বর ২০১৮ সোমবার : 

দুপুর ২টায় : এখন কুইজ



নাম জমা দিন এই হয়াটসঅ্যাপ নম্বরে - 8670156244



 নিয়মাবলী : 


  • 'ক'বিভাগ : ১০ বৎসর বয়স পর্যন্ত।
  • 'খ' বিভাগ: ১৬ বৎসর বয়স পর্যন্ত।
  • সম্প্রীতি দৌড়ে প্রতিযোগীদের। বয়স ১২বৎসরের উর্দ্ধে হতে হবে।
  • সমস্ত প্রতিযোগীকে নির্দিষ্ট সময়ের ৩০ মিঃ পূর্বে উপস্থিত থাকতে হবে।
  • ক্যুইজ বিভাগে দুজন করে দল হতে হবে।
  • বয়সের প্রমাণ পত্র সঙ্গে আনতে হবে।
  • বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।


 খেয়াল রাখবেন :

  • বয়সের প্রমাণ অবশ্যই জমা দিতে হবে‌।
  • আবৃত্তি প্রতিযোগিতার ক্ষেত্রে কবিতার প্রতিলিপি অবশ্যই জমা দিতে হবে।
  • সঙ্গীত প্রতিযোগীকে তাহার বাদক সঙ্গে আনতে হবে।
  • অঙ্কন প্রতিযোগিতায় কেবলমাত্র কাগজ সরবরাহ করা হইবে
  • সম্প্রীতি দৌড়ের ক্ষেত্রে প্রত্যেক প্রতিযোগীকে পলাশপাই সিনেমা মোড় পৌঁছে যেতে হবে।
  • নৃত্য প্রতিযোগিতায় প্রতিযোগীকে তার গানের ক্যাসেট বা মেমরি কার্ড আনতে হবে।



নাম জমা দিন এই হয়াটসঅ্যাপ নম্বরে , স্বপন ভৌমিক- 8670156244


Monday, December 17, 2018

,

উত্তরণ স্বর্ণকাপ ২০১৯


কেবল গ্রাসাচ্ছাদনেই মানুষ বাঁচতে পারে না। তার সঙ্গে সে চায় আনন্দ।
আনন্দেই সকলের মুক্তি। অন্নবস্ত্র সংস্থানের জন্য জীবন আমারা যে কঠোর সংগ্রাম করি তা কেবলমাত্র আমাদের জৈবিক প্রকাশ। খেলা হল মানুষের সেই মানব পরিচয়ের সূষ্ঠ প্রকাশের আরেকটি অংশ।
তাই এই শীতের সমাগমে প্রকৃতির সাথে মনকে রাঙিয়ে উত্তরণ পৌষ পার্ব্বণ ও খলাবিশ্রাম উপলক্ষে আট দোলীয়  নক্ আউট প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট উত্তরণ স্বর্ণকাপ ২০১৯ , দিবা ও রাত্রিতে আয়োজন করিয়াছে।
Cricket

 শর্তাবলী : 

  • এন্ট্রিফি ২০০০ টাকা।
  • গ্যারান্টি মানি ১০০০ টাকা, বাধ্যতামূলক।
  • খেলা শুরু হইবে ১২-১৩ই জানুয়ারী দুপুর ২টা ৩০মিঃ হইতে।
  • ৯জন প্লেয়ার অংশগ্রহণ করিতে পারিবে।
  • ০৮-১০ ওভারের খেলা হইবে, প্রয়োজনে অভার কমও হইতে পারে।
  • নির্দিষ্ট সময়ের ২০মিনিট আগে মাঠে প্লেয়ার লিস্ট জমা দিতে হইবে।
  • ৩৫ গ্রাম প্লাস্টিক সাদা বল ১টি এবং এন্ট্রিফি জমা দিতে হইবে। 

 পুরস্কার : 

  • ১. বিজয়ী ট্রফি এবং ৩ গ্রাম সোনা অথবা ১১০০০ টাকা দেওয়া হইবে।
  • ২. বিজীত ট্রফি এবং ২ গ্রাম সোনা অথবা ৭০০০ টাকা দেওয়া হইবে।
  • ৩. প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ রিষ্ট ওয়াচ ও ফাইনালে মোবাইল দেওয়া হইবে।
  • ৪. ম্যান অফ দ্যা সিরিজ মিস্কচার মেসিন দেওয়া হইবে।
  • ৫. বেষ্ট ফিল্ডারকে পুরস্কার দেওয়া হইবে।
  • ৬. বেষ্ট বোলারকে পুরষ্কার দেওয়া হইবে।
  • ৭. সর্বাধিক রান সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
  • ৮. সর্বাধিক চার সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
  • ৯. সর্বাধিক ছয় সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
  • ১০. সর্বাধিক উইকেট সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
  • ১১. প্রতি ম্যাচে ট্রস উইনারকে পুরস্কৃত করা হইবে।
  • ১২. কোনো প্লেয়ার হাফ-সেঞ্চুরি করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৩. কোনো প্লেয়ার সেঞ্চুরি করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৪. কোনো প্লেয়ার ছয় বলে ছটা ছয় মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৫. কোনো প্লেয়ার ছয় বলে ছটা চার মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৬. কোনো প্লেয়ার একটি ইনিংসে ছটি উইকেট নিতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৭. কোনো প্লেয়ার একটি ইনিংসে ছটি ক্যাচ নিতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৮. কোনো প্লেয়ার একটি ইনিংসে হ্যাট্রিক ছয় মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ১৯. কোনো প্লেয়ার একটি ইনিংসে হ্যাট্রিক চার মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ২০. কোনো প্লেয়ার ডাইরেক্ট হিটে রান আউট করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
  • ২১. ফাইনালে যে প্লেয়ার যত রান সংগ্রহ করতে পারবে তাকে তত টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।
  • ২২. কোনো দর্শক মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে ৩০ টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।
  • ২৩. কোনো মহিলা দর্শক মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে ১৫০ টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।

সমস্ত শর্তাবলী এবং খেলা চলাকালীন যে কোনো পরিস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মানিতে বাধ্য থাকিতে হইবে। এই শর্ত মেনেই ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে হইবে।
 যোগাযোগ: ৯১৩৪৯১৪৩৭৬ 

Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...