Wednesday, March 13, 2019

দিদি নং-১ খেলায় অংশগ্রহণ করার জন্য আবেদন পত্র ডাউনলোড করুন | ইয়ংস্টার ক্লাব |সীতাপুর

আবেদন পত্র ডাউনলোড করুন 


ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী লক্ষী-নারায়ণ পূজো উপলক্ষে ৭ই চৈত্র (ইং - ২২শে মার্চ ২০১৯) শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়ে যাবে আকর্ষনীয় খেলা "দিদি নং ১"।

Didi no 1


1. খেলায়  অংশগ্রহণের আবেদনপত্র ডাউনলোড করুন- 
Download
Click here


2. এছাড়াও খেলায় অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ৭৯৮০৬৫৭৪৮৬/ ৮১৫৮৮৮৩২৭১ 

3. এছাড়াও আবেদনপত্র সংগ্রহ করার স্থান:

  1. সীতাপুর বাজারপাড়ার "সোনার বাংলা"।
  2. সীতাপুর মনসাতলার "বাপ্পা হেয়ার সেলুন"।
  3. জ্যোতঘনশ্যাম মিনি মার্কেটের "মাইতি স্টুডিও"।
  4. সীতাপুর ইয়ংস্টার ক্লাবে।

আবেদনপত্র জমা দেওয়ার স্থান:

  1. সীতাপুর বাজারপাড়ার "সোনার বাংলা"।
  2. সীতাপুর মনসাতলার "বাপ্পা হেয়ার সেলুন"।
  3. জ্যোতঘনশ্যাম মিনি মার্কেটের "মাইতি স্টুডিও"।
  4. সীতাপুর ইয়ংস্টার ক্লাবে।


 নিয়মাবলী নিচে দেওয়া হল-

  • দিদি নং-১ শুধুমাত্র মেয়েদের জন্য (সমস্ত বয়সী)। এই প্রতিযোগিতাটি ৫টি দলে হইবে, প্রতিটি দলে ২জন করে প্রতিযোগী থাকবে। পাঁচটির বেশি দল হইলে বিশেষ পদ্ধতিতে বাছাই হইবে।
  • সমস্ত প্রতিযোগীকে প্রতিযোগিতা শুরু হওয়ার নির্ধারিত সময়ের ৩০মিনিট পূর্বে উপস্থিত হতে হবে।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সমস্ত প্রতিযোগীকে যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র ১৬/০৩/২০১৯ তারিখের আগে জমা দিতে হবে।
  • প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া মান্য হইবে।
  • অনান্য তথ্যের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন- ৭৯৮০৬৫৭৪৮৬



 খেলায়  অংশগ্রহণের আবেদনপত্র ডাউনলোড করুন- 
 Click here
Click here





No comments:

Post a Comment

Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...