সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজার অনুষ্ঠান সূচী
সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজা
পরিঃ নবীন মানুয়া দক্ষিণ পাড়া মনসা পূজা কমিটি
স্থানঃ নবীনমানুয়া দক্ষিণ পাড়া ( আমদহ), পশ্চিম মেদিনীপুর।
পরিঃ নবীন মানুয়া দক্ষিণ পাড়া মনসা পূজা কমিটি
স্থানঃ নবীনমানুয়া দক্ষিণ পাড়া ( আমদহ), পশ্চিম মেদিনীপুর।
তারিখঃ ১৭ই অক্টোবর থেকে ২০শে অক্টোবর , ২০১৮
![]() |
ছবি : মনসা পূজো - ২০১৭ |
অনুষ্ঠান সূচী :
৩০শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৭ই অক্টোবর ২০১৮ ) বুধবার:
রাত্রি ৮ ঘটিকায় ঢাক,বাদ্যযন্ত্র এবং আলোকসজ্জা সহকারে মায়ের মঙ্গলঘট স্থাপন ।
৩১শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৮ই অক্টোবর ২০১৮ ) বৃহস্পতিবার:
সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত মায়ের পূজা, মনসামঙ্গল ও প্রসাদ বিতরণ।
রাত্রি ৯ ঘটিকায় শ্রী শ্রী 'রাধা-গোবিন্দ কীর্ত্তন সম্প্রদায়'।
কীর্ত্তনীয়া- কুমারী রাখী জানা।
রায়বাঁধ * পাঁশকুড়া * পূর্ব মেদিনীপুর।
১লা কার্ত্তিক ১৪২৫ ( ইং- ১৯শে অক্টোবর ২০১৮ ) শুক্রবার:
সকালে নিত্যপৃজা, বিকালে-খেলাধুলা ও সন্ধ্যা ৬ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রি ৯ঘটিকায় কোলকাতার শকুন্তলা অপেরা কর্তৃক ১৪২৫ সালের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা।
"হে - মোর - দুর্ভাগা - দেশ"
রচনা -ডঃ তাপস কুমার, নির্দেশনা- রঞ্জন কুমার,
শ্রেষ্ঠাংশে - গায়ক/নায়ক - কুমার সংগ্রাম।
গায়িকা/ নায়িকা - মিস তনুশ্রী।
ভয়ঙ্কর খলনায়ক - খান ভাই।
২রা কার্ত্তিক ১৪২৫ (ইং- ২০শে অক্টোবর ২০১৮ ) শনিবার :
সকালে নিত্যপৃজা, বিকালে-খেলাধুলা ও সন্ধ্যা ৬ ঘটিকায় সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রি ৯টায় সবার মন মাতাতে আসছে "স্বপ্না মিউজিক্যাল ড্রন্সট্রুপ" বাংলা , উরিয়া , পাঞ্জাবী, গুজরাটী ডান্স এর ঝুড়ি নিয়ে।
সবারে করি আহ্বান।
No comments:
Post a Comment