,
ব্যাঙ্ক সংক্রান্ত সতর্কতা
বর্তমানে গ্রামের প্রায় সকলের কাছেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং এ টি এম কার্ড রয়েছে। গ্রামের মানুষ দৈনন্দিন জীবনে ব্যাঙ্ক সংক্রান্ত এমন কিছু করে থাকে যেগুলো করা একদমই উচিত নয় এবং এমন কিছু করা উচিত যেগুলো করে না। এর ফলাফল হিসাবে তাদের আর্থিক ক্ষতি হয়। আসুন জেনে নেই কিছু তথ্য, এই তথ্য গুলো ভারতীয় স্টেট ব্যাঙ্কের সতর্কতা সচেতনতা সপ্তাহ থেকে নাও হয়েছে।
অব্যশই এই তথ্য গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের সতর্ক করুণ। এবং আপনার পরিবারের সকল সদস্যের বোঝান।
কি করবেন :
- সবসময় আপনার পাশবই ও চেক সুরক্ষিত রাখুন।
- আপনার অ্যাকাউন্টের লেনদেন জানতে এস এম এস অ্যালার্ট সুবিধা নিন।
- তাৎক্ষণিক ভিত্তিতে আপনার অ্যাকাউন্টের তথ্যাদি পেতে ইন্টারনেট ব্যাঙ্কিং (আই এন বি) ও মোবাইল ব্যাঙ্কিং সুবিধা নিন।
- নিয়মিত পাশবুক আপডেশন/ এ টি এম মিনি স্টেটমেন্ট / ইন্টারনেট ব্যাঙ্কিং / মোবাইল ব্যাঙ্কিং মারফৎ আপনার অ্যাকাউন্টে সর্বদা লক্ষ্য রাখুন।
- নির্দিষ্ট মেয়াদ অন্তর এ টি এম পিন ও আই এন বি পাসওয়ার্ড বদলে ফেলুন। সেটি লিখে রাখা / কোথাও লাগিয়ে রাখা / স্মার্টফোনে সংরক্ষণ করার বদলে মনে রাখুন।
- আপনার এ টি এম/ ডেবিট কার্ড পাওয়া মাত্র তার সাক্ষর প্যানেলে সই করুন।
- চেক্ / এ টি এম / আই এন বি মরফৎ অর্থপ্রদান করুন ও নগদে লেনদেন এড়িয়ে যান।
- অচেনা ব্যাক্তির কাছ থেকে বেশি অঙ্কের টাকা নেবার আগে সেটির সাধারণ নিরাপত্তা বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখুন।
- সন্দেহ জনক লেনদেন দেখলে তৎক্ষণাৎ তা শাখা প্রবন্ধকের কাছে জানান।
- কোন জরূরি প্রয়োজনে ব্যাঙ্কের (স্টেট ব্যাঙ্ক) ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর ১৮০০১১২২১১/ ০৮০-২৬৫৯৯৯৯০ তে যোগাযোগ করুন।
কি করবেন না :
- কোনও ব্যক্তিকে আগাম সাক্ষর করা খালি চেক্ ইস্যু করবেন না।
- অজানা ব্যাক্তি / অজানা সেলসম্যানকে চেক্ ইস্যু করবেন না।
- চেক লেখার সময় অচেনা ব্যাক্তির পেন ব্যাবহার করবেন না।
- যে কোনও ব্যক্তির কাছে এ টি এম পিন / আই এন বি পাসওয়ার্ড / ও.টি.পি প্রকাশ করবেন না। এমনকি ফোনে নিজেকে ব্যাঙ্ক আফিসার বা অন্য কিছু বলে পরিচয় দিচ্ছেন, তার কাছেও না। ব্যাঙ্ক এগুলি জানতে চাই না।
- পুরস্কার জিতে নেওয়া বা লটারি পাওয়া বিষয়ে অজানা নম্বর থেকে এস এম এস পেলে সারা দেবেন না।
- প্রকাশ্য স্থানে পাশবই/ চেকবই / এ টি এম কার্ড ফেলে রাখবেন না। এমনকি বাড়িতেও না।
- পাশবই/ ফিক্সড্ ডিপোজিট রসিদ ইত্যাদিতে হাতে লেখা এন্ট্রি গ্রহণ করবেন না।
- এ টি এম মেশিনের বাইরে কোনও যন্ত্র বা অতিরিক্ত কিছু ঝোলানো আছে কিনা, দেখে নিতে ভুলবেন না। এ টি এম মেশিন ঘেঁসে দাড়ান এবং পিন দেওয়ার সময় আপনার শরীর এবং হাত দিয়ে কিপ্যাড আড়াল করুন।
- এ টি এম -এ আপনার লেনদেন স্লিপ ফেলে রাখবেন না, ফেলে দেওয়ার আগে কাগজটি ছিঁড়ে ফেলুন।
- আপনি এ টি এম ব্যবহার করার সময় এ টি এম -এর নির্দিষ্ট জায়গায় কোনও ব্যক্তিকে আসতে দেবেন না।
এ টি এম কার্ড এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এই লিঙ্কে - ক্লিক করুন