Monday, November 19, 2018

,

ব্যাঙ্ক সংক্রান্ত সতর্কতা


বর্তমানে গ্রামের প্রায় সকলের কাছেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং এ টি এম কার্ড রয়েছে। গ্রামের মানুষ দৈনন্দিন জীবনে ব্যাঙ্ক সংক্রান্ত এমন কিছু করে থাকে যেগুলো করা একদমই উচিত নয় এবং এমন কিছু করা উচিত যেগুলো করে না। এর ফলাফল হিসাবে তাদের আর্থিক ক্ষতি হয়। আসুন জেনে নেই কিছু তথ্য, এই তথ্য গুলো ভারতীয় স্টেট ব্যাঙ্কের সতর্কতা সচেতনতা সপ্তাহ থেকে নাও হয়েছে।

অব্যশই এই তথ্য গুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের সতর্ক করুণ। এবং আপনার পরিবারের সকল সদস্যের বোঝান।


Banking




  কি করবেন :  

  • সবসময় আপনার পাশবই ও চেক সুরক্ষিত রাখুন।
  • আপনার অ্যাকাউন্টের লেনদেন জানতে এস এম এস অ্যালার্ট সুবিধা নিন।
  • তাৎক্ষণিক ভিত্তিতে আপনার অ্যাকাউন্টের তথ্যাদি পেতে ইন্টারনেট ব্যাঙ্কিং (আই এন বি) ও মোবাইল ব্যাঙ্কিং সুবিধা নিন।
  • নিয়মিত পাশবুক আপডেশন/ এ টি এম মিনি স্টেটমেন্ট / ইন্টারনেট ব্যাঙ্কিং / মোবাইল ব্যাঙ্কিং মারফৎ আপনার অ্যাকাউন্টে সর্বদা লক্ষ্য রাখুন।
  • নির্দিষ্ট মেয়াদ অন্তর এ টি এম পিন ও আই এন বি পাসওয়ার্ড বদলে ফেলুন। সেটি লিখে রাখা / কোথাও লাগিয়ে রাখা / স্মার্টফোনে সংরক্ষণ করার বদলে মনে রাখুন।
  • আপনার এ টি এম/ ডেবিট কার্ড পাওয়া মাত্র তার সাক্ষর প্যানেলে সই করুন।
  • চেক্ / এ টি এম / আই এন বি মরফৎ অর্থপ্রদান করুন ও নগদে লেনদেন এড়িয়ে যান।
  • অচেনা ব্যাক্তির কাছ থেকে বেশি অঙ্কের টাকা নেবার আগে সেটির সাধারণ নিরাপত্তা বৈশিষ্ট্য খুঁটিয়ে দেখুন।
  • সন্দেহ জনক লেনদেন দেখলে তৎক্ষণাৎ তা শাখা প্রবন্ধকের কাছে জানান।
  • কোন জরূরি প্রয়োজনে ব্যাঙ্কের (স্টেট ব্যাঙ্ক) ২৪ ঘন্টার হেল্পলাইন নম্বর ১৮০০১১২২১১/ ০৮০-২৬৫৯৯৯৯০ তে যোগাযোগ করুন।



  কি করবেন না :  

  • কোনও ব্যক্তিকে আগাম সাক্ষর করা খালি চেক্ ইস্যু করবেন না
  • অজানা ব্যাক্তি / অজানা সেলসম্যানকে চেক্ ইস্যু করবেন না।
  • চেক লেখার সময় অচেনা ব্যাক্তির পেন ব্যাবহার করবেন না।
  • যে কোনও ব্যক্তির কাছে এ টি এম পিন / আই এন বি পাসওয়ার্ড / ও.টি.পি প্রকাশ করবেন না। এমনকি ফোনে নিজেকে ব্যাঙ্ক আফিসার বা অন্য কিছু বলে পরিচয় দিচ্ছেন, তার কাছেও না। ব্যাঙ্ক এগুলি জানতে চাই না।
  • পুরস্কার জিতে নেওয়া বা লটারি পাওয়া বিষয়ে অজানা নম্বর থেকে এস এম এস পেলে সারা দেবেন না।
  • প্রকাশ্য স্থানে পাশবই/ চেকবই / এ টি এম কার্ড ফেলে রাখবেন না। এমনকি বাড়িতেও না।
  • পাশবই/ ফিক্সড্ ডিপোজিট রসিদ ইত্যাদিতে হাতে লেখা এন্ট্রি গ্রহণ করবেন না।
  • এ টি এম মেশিনের বাইরে কোনও যন্ত্র বা অতিরিক্ত কিছু ঝোলানো আছে কিনা, দেখে নিতে ভুলবেন না। এ টি এম মেশিন ঘেঁসে দাড়ান এবং পিন দেওয়ার সময় আপনার শরীর এবং হাত দিয়ে কিপ্যাড আড়াল করুন।
  • এ টি এম -এ আপনার লেনদেন স্লিপ ফেলে রাখবেন না, ফেলে দেওয়ার আগে কাগজটি ছিঁড়ে ফেলুন।
  • আপনি এ টি এম ব্যবহার করার সময় এ টি এম -এর নির্দিষ্ট জায়গায় কোনও ব্যক্তিকে আসতে দেবেন না।

এ টি এম কার্ড এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এই লিঙ্কে - ক্লিক করুন


Tuesday, November 13, 2018

,

বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির

বিগত বছরের মতো এই বছর সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘ আয়োজন করেছে বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির। তাই সীতাপুর, নবীনমানুয়া সহ পার্শ্ববর্তী সকল গ্রামবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। এই শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

¤বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির ¤
পরিচালনায় :- সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘ। 
তারিখ:- ১লা অগ্রহায়ন ১৪২৫ (ইং ১৮/১১/২০৮)রবিবার , সকাল ৯টা থেকে ১১টা।
স্থান :- সীতাপুর মনসাতলা। 
সহযোগিতায় : চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতন। 

শিবিরের নিয়মাবলী নেচে দেওয়া হল-

Eye Care






¤ শিবিরের নিয়মাবলী:
  • শিবিরে ৫০ বছরের বেশি ও ১৫ বছরের নীচে রোগীদের দেখা হবে।
  • শিবিরে অপারেশন যোগ্য বিবেচিত হলে বিনাব্যায়ে চৈতন্যপুরে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা আছে। 
  • অপারেশনের ১ মাস পরে চেকআপ-এর ব্যবস্থা আছে।
  • চেকআপ-এর ১৫ দিন পর বিনা খরচে চশমার ব্যবস্থা আছে।
  • শিবিরে ১২ টার মধ্যে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন কাড নিতে হবে।
  • অন্যান্য রোগীদের জন্য শিবিরে নাহ্যমুল্যে ঔষধ ও চশমা পাওয়া যাবে। 
  • যোগাযোগ :- 9732904636 , অনান্য বিভিন্ন তথ্যের জন্য সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘে যোগাযোগ করুন।

Tuesday, November 6, 2018

,

শ্যামা পূজোর অনুষ্ঠান সূচী

আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলিতে সীতাপুর গ্রামবাসী মেতে উঠেন শ্যামা মায়ের পূজোয়।
সীতাপুরের  পূজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজো হল মাতৃ সংঘের শ্যামা পূজো। সীতাপুর কালীতলায় এই পূজো হয়ে থাকে। পূজোর দিন গুলো নানান অনুষ্ঠান, ছোটো ছোটো ভাই বোনদের ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে আনন্দে ভরে তলে মাতৃ সংঘের সদস্য বৃন্দরা।

 সীতাপুর-নবীনমানুয়া সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো
পরিচালনায় - মাতৃ সংঘ।
স্থানঃ সীতাপুর কালীতলা,পশ্চিম মেদিনীপুর।


Kali Pujo






:: পূজার সময় নির্ঘণ্ট ও অনুষ্ঠান সূচী ::

১৯শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৬/১১/১৮) মঙ্গলবার:-
রাত্রিতে-ঢাক,বাদ্যযন্ত্র এবং আলোকসজ্জা সহকারে মায়ের মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভ।


২০শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৭/১১/১৮)  বুধবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
বিকেলে-  ক্রীড়া প্রোতিযোগিতা।

২১শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৮/১১/১৮)  বৃহস্পতিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৯টায় - কলিকাতার সুবিখ্যাত বিশ্বরূপ অপেরার কর্তৃক সামাজিক যাত্রাপালা -" সুখের সংসারে শয়তানের বাসা"।

২২শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৯/১১/১৮)  শুক্রবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৮টায় - মহিলা শিল্পীদ্বারা গীতিনাট্যানুষ্ঠান "তাসের দেশ" ও "নৃত্যানুষ্ঠান"।

২৩শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-১০/১১/১৮)  শনিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা খিঁচুড়ি প্রসাদ-বসে খাওয়া(সবার নিমন্ত্রণ)।
রাত্রি ৯টায় - স্টার জলসা শিল্পী কর্ত্তৃক বাপন ড্যান্সট্রুপ ও জি বাংলা সীমারেখা সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী- "পলা"

২৪শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-১১/১১/১৮)  রবিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৮ টায়- প্রসাদ বিতরণ ও বাদ্য-বাজনা, বাজি এবং আলোক সজ্জা সহকারে প্রতিমা নিরঞ্জন।

******সকলকে জাানাই শুভ দীপাবলি শুভেচ্ছা******


Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...