Tuesday, November 13, 2018

বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির - বিস্তারিত জানুন

বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির

বিগত বছরের মতো এই বছর সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘ আয়োজন করেছে বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির। তাই সীতাপুর, নবীনমানুয়া সহ পার্শ্ববর্তী সকল গ্রামবাসীদের জানাই সাদর আমন্ত্রণ। এই শিবির সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।

¤বিনাব্যয়ে চক্ষুছানি পরীক্ষা শিবির ¤
পরিচালনায় :- সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘ। 
তারিখ:- ১লা অগ্রহায়ন ১৪২৫ (ইং ১৮/১১/২০৮)রবিবার , সকাল ৯টা থেকে ১১টা।
স্থান :- সীতাপুর মনসাতলা। 
সহযোগিতায় : চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতন। 

শিবিরের নিয়মাবলী নেচে দেওয়া হল-

Eye Care






¤ শিবিরের নিয়মাবলী:
  • শিবিরে ৫০ বছরের বেশি ও ১৫ বছরের নীচে রোগীদের দেখা হবে।
  • শিবিরে অপারেশন যোগ্য বিবেচিত হলে বিনাব্যায়ে চৈতন্যপুরে নিয়ে গিয়ে অপারেশনের ব্যবস্থা আছে। 
  • অপারেশনের ১ মাস পরে চেকআপ-এর ব্যবস্থা আছে।
  • চেকআপ-এর ১৫ দিন পর বিনা খরচে চশমার ব্যবস্থা আছে।
  • শিবিরে ১২ টার মধ্যে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন কাড নিতে হবে।
  • অন্যান্য রোগীদের জন্য শিবিরে নাহ্যমুল্যে ঔষধ ও চশমা পাওয়া যাবে। 
  • যোগাযোগ :- 9732904636 , অনান্য বিভিন্ন তথ্যের জন্য সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment

Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...