শ্যামা পূজোর অনুষ্ঠান সূচী
আলোর উৎসব দীপাবলি। এই দীপাবলিতে সীতাপুর গ্রামবাসী মেতে উঠেন শ্যামা মায়ের পূজোয়।
সীতাপুরের পূজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজো হল মাতৃ সংঘের শ্যামা পূজো। সীতাপুর কালীতলায় এই পূজো হয়ে থাকে। পূজোর দিন গুলো নানান অনুষ্ঠান, ছোটো ছোটো ভাই বোনদের ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে আনন্দে ভরে তলে মাতৃ সংঘের সদস্য বৃন্দরা।
সীতাপুরের পূজো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পূজো হল মাতৃ সংঘের শ্যামা পূজো। সীতাপুর কালীতলায় এই পূজো হয়ে থাকে। পূজোর দিন গুলো নানান অনুষ্ঠান, ছোটো ছোটো ভাই বোনদের ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে আনন্দে ভরে তলে মাতৃ সংঘের সদস্য বৃন্দরা।
সীতাপুর-নবীনমানুয়া সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো
পরিচালনায় - মাতৃ সংঘ।
স্থানঃ সীতাপুর কালীতলা,পশ্চিম মেদিনীপুর।:: পূজার সময় নির্ঘণ্ট ও অনুষ্ঠান সূচী ::
১৯শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৬/১১/১৮) মঙ্গলবার:-
রাত্রিতে-ঢাক,বাদ্যযন্ত্র এবং আলোকসজ্জা সহকারে মায়ের মঙ্গলঘট স্থাপন ও পূজারম্ভ।
২০শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৭/১১/১৮) বুধবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
বিকেলে- ক্রীড়া প্রোতিযোগিতা।
২১শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৮/১১/১৮) বৃহস্পতিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৯টায় - কলিকাতার সুবিখ্যাত বিশ্বরূপ অপেরার কর্তৃক সামাজিক যাত্রাপালা -" সুখের সংসারে শয়তানের বাসা"।
২২শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-০৯/১১/১৮) শুক্রবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও নির্মাল্য।
সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৮টায় - মহিলা শিল্পীদ্বারা গীতিনাট্যানুষ্ঠান "তাসের দেশ" ও "নৃত্যানুষ্ঠান"।
২৩শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-১০/১১/১৮) শনিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা খিঁচুড়ি প্রসাদ-বসে খাওয়া(সবার নিমন্ত্রণ)।
রাত্রি ৯টায় - স্টার জলসা শিল্পী কর্ত্তৃক বাপন ড্যান্সট্রুপ ও জি বাংলা সীমারেখা সিরিয়াল খ্যাত জনপ্রিয় অভিনেত্রী- "পলা"।
২৪শে কার্ত্তিক ১৪২৫ ( ইং-১১/১১/১৮) রবিবার:-
দুপুরে-মায়ের নিত্যপূজা ও সন্ধ্যায়-সন্ধ্যারতি।
রাত্রি ৮ টায়- প্রসাদ বিতরণ ও বাদ্য-বাজনা, বাজি এবং আলোক সজ্জা সহকারে প্রতিমা নিরঞ্জন।
******সকলকে জাানাই শুভ দীপাবলি শুভেচ্ছা******
No comments:
Post a Comment