Saturday, August 25, 2018

২০১৮ সালের শ্রী শ্রী শারদীয়ার দুর্গাপূজার সময় নির্ঘন্ট |শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই

২০১৮ (বাং- ১৪২৫ )সালের শ্রী শ্রী শারদীয়ার দুর্গাপূজার সময় নির্ঘন্ট



বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল শারদীয়া দুর্গোৎসব। দেবী দুর্গার ৫ দিনের পূজো উপলক্ষে এই উৎসব পালিত হয়। মহাষষ্ঠী,মহাসপ্তমী,মহাষ্টমী,মহানবমী,বিজয়াদশমী এই ৫ দিনের পূজো হলেও বাঙালি মহলয়ার দিন থেকেই আনন্দ উপভোগ করে।


Devi Durga




শ্রী শ্রী শারদীয়ার দুর্গাপূজার সময় নির্ঘন্ট: 

মহাপঞ্চমী

২৭শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৪ই অক্টোবর ২০১৮ ) রবিবার: 
পঞ্চমী দিবা ঘ ৭|৪৪ পর্য্যন্ত।
সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন।


মহাষষ্ঠী

২৮শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৫ই অক্টোবর ২০১৮ ) সোমবার: 
ষষ্ঠী দিবা ঘ ৮|৫৬ পর্য্যন্ত। 
দিবা ঘ ৮|৫৬ মধ্যে শ্রী শ্রী দুর্গাষষ্ঠী।
দিবা ঘ ৮|৫৬ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা।
সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমী

২৯শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৬ই অক্টোবর ২০১৮ ) মঙ্গলবার: 
সপ্তমী দিবা ঘ ১০|৩২ পর্য্যন্ত। শ্রী শ্রী শারদিয়া দুর্গাপূজা।
দেবীর ঘোটকে আগমন।
রাত্রি ঘ ১০|৫৯ গতে ১১|৪৭ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিত পূজা।


মহাষ্টমী

৩০শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৭ই অক্টোবর ২০১৮ ) বুধবার: 
মহাষষ্টমী দিবা ঘ ১২|২৭ পর্য্যন্ত।
দিবা ঘ ৮|৩১ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং  মহাষষ্টমীবিবিহিত পূজা প্রশস্তা।
পূর্ব্বাহ্ণ মধ্যে বীরাষষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস।

দিবা ঘ ১২|৩ গতে সন্ধিপূজারম্ভ 
দিবা ঘ ১২|৫১ মধ্যে সন্ধিপূজা সমাপন।


মহানবমী

৩১শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৮ই অক্টোবর ২০১৮ ) বৃহস্পতিবার: 
মহানবমী দিবা ঘ ২|৩২ পর্যন্ত।
পূর্ব্বাহ্ মধ্যে  শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমীকল্পারম্ভ এবং  মহানবমীবিবিহিত পূজা প্রশস্তা।


বিজয়াদশমী

১লা কার্ত্তিক ১৪২৫ ( ইং- ১৯শে অক্টোবর ২০১৮ ) শুক্রবার: 
বিজয়াদশমী  অপরাহ্ণ ঘ ৪|৩৭ পর্য্যন্ত।
দিবা ঘ ৮|৩১ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দশমীবিবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।
দেবীর দোলায় গমন।
কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা।


Durga Puja



দুর্গাপূজা মানে পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে পূূজো। নতুন পোশাক পরে সারা রাত্রি পূজো প্যান্ডেল, প্রতিমা দেখা আর জমিয়ে খাওয়া দাওয়া। মহাষষ্টমীতে প্রিয়জনেদের সাথে অঞ্জলী দেওয়া এবং বিজয়াদশমীতে সিঁদুর খেলা দিয়ে শেষ হয় এই শারদউৎসব। 






সীতাপুর আমার গ্রাম- এর পক্ষ থেকে সকলকে জানাই আগাম শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
Durga Puja




No comments:

Post a Comment

Featured Post

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )

শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব। স্থাপিতঃ ১৯৯৮ রেজিঃ নং- SL/...