আবার আসিব ফিরে-এই বাংলায়, শুভ নববর্ষের এক অসাধারন ভিডিও
সীতাপুর হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোটো গ্রাম। সীতাপুরের পাশের গ্রাম হল নবীনমানুয়া। সীতাপুর ও নবীনমানুয়া হল 'দুই ভাই' এর মতো। পর কে আপন করে নেওয়ার দুর্লভ গুণ এখানকার মানুষের সহজাত। এখানকার সবথেকে মাধুর্য্যময় ব্যাপার হল এখানকার প্রানখোলা বাতাস। এখানকার মানুষেরা খুব উৎসব প্রিয় তাই বারো মাসে তেরো পার্বন হয়ে থাকে। গ্রামের চাষীবন্ধুরা খুব সহজসরল ও পরিশ্রমী। এই গ্রাম দুটির প্রাকৃতিক পরিবেশ নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে।
ভিডিওতে ব্যবহিত গানটি সারেগামা মিউজিক কোম্পানির এবং গানটি গেয়েছেন লোপামুদ্রা মিত্র।
গানটি জীবনানন্দ দাশ- এর কবিতার ওপর করা হয়েছিল। কবিতাটি নিচে দাওয়া হল।
আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হব- কিশোরীর-ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংরার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
সবুজে ঘেরা সীতাপুর গ্রামের নববর্ষের এই ভিডিও মানুষের প্রিয় হয়ে ওঠেছিল। গ্রামের সোনার ফসল বাড়িতে ওঠার আনন্দ এবং নববর্ষের আনন্দ দুটোই পালান হয় নানান খাওয়া দাওয়ার মধ্য দিয়ে।
Music Credits:
Song: Abar Aashibo Phire
Artist: Lopamudra Mitra
Album: Annaya Haoa - Lopamudra Mitra
No comments:
Post a Comment